নতুন প্রজন্মের শিশু কিশোরদের সর্বাধুনিক পাঠদানের সুবিধা নিয়ে ত্রিশালে "বিদ্যা বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল" এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার ধানীখোলা ইউনিয়নের ধানীখোলা বাজারে বিদ্যা বাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী সিদ্দিক স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে প্রধান অতিথির ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি ও স্কুলের প্রধান উপদেষ্টা খোরশিদুল আলম মুজিব।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দুর্জয় ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক জিম্মানুল আনোয়ার, পরিচালক আশরাফুল ইসলাম, আরিফ জাহান, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম খোকা, মোশারফ হোসেন স্বপন, তাফাজ্জল হোসেন তপন প্রমূখ।
পরে ফিতা কেটে স্কুলটির শ্রেণি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।