শেরপুরে মহান বিজয় দিবস–২০২৪ উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ (১৮ জানুয়ারি) বিকেলে শেরপুর সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন।
জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ।
এদিন জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠিত ২০২৪ সালের মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পৃথক ছয়টি গ্রুপে বিজয়ী ২০ জনকে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।