× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল জেলা ফাইনাল অনুষ্ঠিত

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি।

১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৪০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-শ্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালক ও বালিকা দুই গ্রুপের জেলা পর্যায়ে প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। আজ (১৮ জানুয়ারি)  শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে ওই দু’টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বালিকা বিভাগে সদর উপজেলার বাদাতেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে নকলা উপজেলার বাছুরআলগা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

প্রথম ফাইনাল খেলায় বালিকা বিভাগে গত আসরের জেলা চ্যাম্পিয়ন সদর উপজেলার বাদাতেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে দ্বিতীয়ার্ধে আছিয়া বেগম ও সুরভী আক্তার গোল দু’টি করেন।

খেলায় বাদাতেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুহুর্মুহু আক্রমণ করে গেলেও প্রথমার্ধে কোন গোল আদায় করতে না পারায় গোলশুন্য অমিমাংসিত অবস্থায় শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে একতরফা খেলে জয় তুলে নেয়। বাদাতেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিডফিল্ডার মারিয়া খাতুন ফাইনালের সেরা এবং আয়শা বেগম দুই ম্যাচে ২ গোল করে টুর্ণামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

এদিকে, বালক বিভাগে নকলা উপজেলা বাছুরআলগা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে শ্রীবরদী উপজেলার টেংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পাজিত করে চ্যাম্পিয়ন হয়। বাছুরআলগা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলায় একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেললেও আক্রমণভাগে ব্যার্থতায় প্রথমার্ধে কোন গোল পায়নি।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে টুর্নামেন্ট সেরা শান্ত মিয়া গোল করলে টেংগরপাড়ার প্রতিরোধের দূর্গ হুড়মোড় করে ভেঙ্গে পড়ে। ৭ মিনিটের ব্যবধানে স্ট্রাইকার হাবিব মিয়ার হ্যাট্রিক এবং মিডফিল্ডার জুনাইদ মিয়ার গোলে ৫-০ গোলের জয় নিয়ে উল্লাস করতে করতে মাঠ ছাড়ে নকলার বাছুরআলগা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা।

ফাইনালের হ্যাট্রিকম্যান হাবিব মিয়া ম্যান অব দি ফাইনাল ও দুই ম্যাচে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং শান্ত মিয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি, মেডেল ও ক্রেস্টা তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীব-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, জেলা ফুটবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ রবিউল করিম মনি, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফজুর রহমান, এবং বিভিন্ন পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, ক্রীড়া সংগঠক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবক এবং ক্রীড়ানুরাগী সুধী-দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ পরে বিজয়ী ও বিজিত দলের ক্ষুদে ফুবলারদের সাথে ফটোসেশনে অংশ নেন।

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা পর্যায়ে এ ফুটবল প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া জেলার ৫ উপজেলার চ্যাম্পিয়ন ৫টি করে বালক ও বালিকা ফুটবল দল অংশগ্রহণ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.