রংপুরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রম শোষণ বন্ধ,গণতান্ত্রিক শ্রম আইন চালুসহ বিভিন্ন দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কমরেড মাজেদুল ইসলাম দুলালের সভাপতিত্বে আজ ( ১৮ জানুয়ারি) সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর মহানগরের আহবায়ক কমরেড মমিনুল ইসলাম, গংগাচড়া উপজেলার শ্রমিক সংগঠক আবুল কালাম,ছাত্রনেতা যুগেশ ত্রিপুরা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও আজও গণতান্ত্রিক শ্রম আইন চালু হয়নি।প্রায় সকল সেক্টরে শ্রম শোষণ অব্যাহত আছে।এছাড়াও কথায় কথায় শ্রমিক ছাটাই, বেতন বন্ধ,শ্রমিক নির্যাতন হরহামেশাই সংঘটিত হচ্ছে। গত ১৬ বছরে এই মাত্রা আরও তীব্রতর হয়েছে। ২৪'র জুলাই অভ্যুত্থানের পর দেশের শ্রমিক সমাজ আশায় বুক বেঁধেছে যেন তাদের কষ্ট লাঘবে কার্যকর ব্যবস্থা গৃহীত হয়।কিন্তু এখনো তা দৃশ্যমান নয়।
সমাবেশের সভাপতি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের জন্য বাজার মূল্যের সাথে সংগতিপূর্ণ মজুরি কাঠামো, রেশন, বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতসহ শ্রমিক নির্যাতন বন্ধের দাবি জানান।সমাবেশ শেষে একটি মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।