× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে চালক শ্রমিক ইউনিয়নের পাল্টা সংবাদ সম্মেলন

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

১৮ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫ পিএম । আপডেটঃ ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আঞ্চলিক শ্রম অধিদপ্তর ময়মনসিংহ কর্তৃক নিবন্ধন ভুক্ত শেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ী ও কাভার্ডব্যান চালক শ্রমিক ইউনিয়ন ০২০ এর করা সংবাদ সম্মেলনকে মিথ্যা ও বানোয়াট দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত রেজিঃ নং- ঢাকা- ৩২৭৭ চালক শ্রমিক ইউনিয়ন। 

(১৭ জানুয়ারি) সন্ধ্যায় ৭ ঘটিকায় প্রেসক্লাব, নালিতাবাড়ীর কনফারেন্স  রুমে শেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ কমিটির  আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে ৩২৭৭ সংগঠনের পক্ষ থেকে  উপস্থিত ছিলেন ৩২৭৭ শেরপুরের সভাপতি ফারুক আহমেদ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মো: মনজুরুল হক, সহ-সভাপতি জাহিদুল ইসলাম পলাশ সহ অন্যান্যরা ।

নালিতাবাড়ীতে শ্রমিক ইউনিয়ন ০২০ এর ৩২৭৭ নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং-৩২৭৭ এর সহ- সাধারণ সম্পাদক নারায়ন চক্রবর্তী নাড়ু।

এতে বলা হয়, গত ১৬ জানুয়ারি নালিতাবাড়ীতে শ্রমিক ইউনিয়ন ০২০ এর করা ৩২৭৭ নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জানাচ্ছি।

পাল্টা সংবাদ সম্মেলনে আরও বলেন, আমাদের সংগঠনের লোকদের নিয়ে যে হামলা করার অপরাধে যে মামলা করা হয়েছে সেটি ভিত্তিহীন। বরং ০২০ এর নেতাকর্মীরা আমাদের সংগঠনের নেতৃবৃন্দদের উপর হামলা চালায় এবং এর প্রেক্ষিতে এনায়েত হোসেন,ফিরুজ মিয়া,রনি মিয়া,শামীম মিয়া,সুলতান হোসেন ও কামাল হোসেন সহ আমাদের অনেক নেতাকর্মী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এবং এ নিয়ে আমরা নালিতাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছি। শুধু তাই নয় ০২০ শ্রমিক ইউনিয়নের কেউই ব্যালট ভোটে নির্বাচিত নন।তবে এই বিরোধ চাই না। আমরা এর সঠিক তদন্তের সহিত সঠিক সিদ্ধান্ত চাই। তাই আমরা জেলা শহরের সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আহ্বান করছি যেনো এর একটি সঠিক সমাধান হয়। নয়তো এই সংঘাত আরও বাড়তে পারে। যা আমরা চাই না। 

এ ব্যাপারে শ্রমিক ইউনিয়ন ০২০ এর সাধারণ সম্পাদক মোক্তার হোসেন'কে কল করলে তিনি বলেন, আমরা চাই আইনের মধ্য দিয়ে যেটা বৈধ সেটাই থাকুক। এবং এ নিয়ে আমরা উপজেলা প্রশাসনের সর্বস্তরের নিকট সহযোগিতা আশা করছি। আমরাও সংঘাতের পক্ষে নই। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.