× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিমলায় তেভাগা আন্দোলনের শহীদের স্মৃতি পুত্নত্বাতিক নিদর্শন রক্ষার দাবীতে বিক্ষোভ

ডিমলা(নীলফামারী) প্রতিনিধি।

১৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

তেভাগা  আন্দোলনের শহীদদের স্মৃতি প্রত্নত্বাতিক নিদর্শন হিসাবে সংরক্ষণের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের ডিমলাবাসী ।

আজ(১৮ জানুয়ারী) শনিবার দুপুরে নীলফামারী জেলার ডিমলায় তেভাগা আন্দোলনের অন্যতম নেতা শহীদ তৎনারায়নের ৭৯মত মৃত্যুবার্ষিকী পালনকালে ডিমলা উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে এই দাবী জানানো হয়।

ডিমলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক মানুষ শহরজুরে র‌্যালী শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে তৎনারায়নের সমাধিস্থলে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় তারা তৎনারায়নের সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন।

সমাবেশে বক্তারা বলেন , তৎনারায়ন সহ তেভাগা আন্দোলনের শহীদের সমাধি মন্দির ও জমিজমা প্রভাবশালী মহল দখল করে নিয়েছে। দালালদের হাতে এসব ত্যাগী নেতাদের সমাধি বেচাকেনার ঘটানাও ঘটেছে এখানে । বেহাত হওয়া এসব নিদর্শন ডিমলার ঐতিহ্যবাহী রাজনৈতিক ইতিহাস বর্ণনা করে। সেই ইতিহাস রক্ষা করতে আহবান জানান। সরকারকেই এই দায়িত্ব গ্রহন করার দাবী বিক্ষোভকারীদের। 

তেভাগা আন্দোলনের নেতা মঙ্গলু বর্মনের স্বজন, হিরম্ব কুমার বলেন, আমার দাদুর সমাধিস্থান ভাঙ্গার জন্য পায়তারা চলছে। মঙ্গলুসহ সকল ত্যাগী নেতাদের সমাধিস্থান রক্ষা করতে হবে।

বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, রাজনৈতিক ব্যক্তিত্ব আতিয়ার রহমান, ইউনুছ আলী, মসাহেদুল আলম মানিক, গীতিকবি মুন্সি সাদিক সালেহ্ গোপাল চন্দ্র রায়, মাহবুব রহমান প্রমূখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.