ডুমুরিয়ায় মৎস্য অধিদপ্তর ও এফ এ ও বাংলাদেশ কমিনিউটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড এ্যাকোয়া কালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের জলবায়ু সহনশীল মৎস্যচাষ ও মৎস্য ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তা বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত।
ডুমুরিয়া সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে আজ (১৬ জানুয়ারী) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. ফারহানা তাসলিমা। প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন প্রকল্পের পরিচালক মো. মশিউর রহমান, বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক আব্দুল মান্নান আকন্দ, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আল আমিন, প্রকল্প পরিচালক মোঃ শামসুদ্দিন।
সভায় অন্যান্নদের মধ্যো আলোচনা করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা অসিত কুমার সরকার, অফিস সহকারী মোঃ মহসিন হোসেন,কোস্টাল মেরিন ফেসারিজ ডুমুরিয়া উপজেলা ট্যাকনিক্যাল অফিসার প্রনোব কুমার দাস, মোঃ আশিকুর রহমান, ডঃ রফিকুল ইসলাম খান প্রমুখ।
৩০জন মৎস্য চাষীকে নিয়ে জলবায়ু সহনশীল মৎস্যচাষ ও মৎস্য ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তা বিষয়ক সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন অঞ্চলের খামারী, নারী উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সভায় অংশগ্রহন করে।