× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইগাতীতে বিনামূল্যে চাল বিতরণ

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি।

১৬ জানুয়ারি ২০২৫, ১৮:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের ঝিনাইগাতীতে বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নৃগোষ্ঠী ফাউন্ডেশন প্রাণ আরএফএলের আয়োজনে বন্যা পরবর্তীতে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে যোগদান করে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলার ৭টি ইউনিয়নের অসহায় হতদরিদ্র ৮০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁন, সহকারী শিক্ষক রুস্তম আলী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন ও সেচ্চাসেবী সংগঠনের রাজিব হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও অসহায় মানুষের পাশে আজ যারা দাড়িঁয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে বলেন ঝিনাইগাতীতে সম্প্রতি ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে এ থেকে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনসহ সকলের সহযোগিতায় বিপদ মোকাবেলা করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর উপকার হয়েছে। এভাবে প্রাকৃতিক দূর্যোগে সম্বলিত ভাবে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে বলে জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.