× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমরা সরকারী সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই

ড. তোফায়েল আহমেদ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো ।

১৬ জানুয়ারি ২০২৫, ১৭:১৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রংপু‌র স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেছেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। যেখানে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।আমরা সরকারী সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। 

আজ (১৬ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, জেলা প্রশাসন ও ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের আয়োজনে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, দেশের উন্নয়নে সবচেয়ে বড় পরিসর স্থানীয় সরকার বিভাগ। পুরো কাঠামো সংস্কার করতে আমরা কমিশনের সদস্যদের নিয়ে প্রতিটি বিভাগীয় নগরীতে মতবিনিময় করছি। আপনাদের সুপারিশগুলো প্রস্তাবনা আকারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট পেশ করবো। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় বিশেষজ্ঞরা মতামত পেশ করতে পারবেন। আমরা একটি সুন্দর দেশ গঠনে সকলেই কাজ করে যাচ্ছি। 

মতবিনিময়  সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগের স্থানীয় সরকারের পরিচালক আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম, কলামিষ্ট নাহিদ হাসান নলেজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের এ্যাড. রবিউল ইসলাম, মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এ্যাড. পলাশ কান্তি নাগ, বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ খন্দকার, সুজনের মহানগর সভাপতি খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, দি হাঙ্গার প্রজেক্টের রাজেশ দে, নদী গবেষক ড. তুহিন ওয়াদুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মামুন অর রশিদ, সাবেক কাউন্সিলর আরজানা সালেক, হাসনা বানু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল ইসলাম, সিটি প্রেসক্লাবের সদস্য জুয়েল আহমেদ প্রমুখ। 

বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কারে বিভিন্ন মতামত পেশ করেন। এসময় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, এ্যাড. আবদুর রহমান, ড. মাহফুজ কবীর, মাশহুদা খাতুন শেফালী, ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, ইলিরা দেওয়ান উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.