× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

১৬ জানুয়ারি ২০২৫, ১৭:০৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আঞ্চলিক শ্রম অধিদপ্তর ময়মনসিংহ কর্তৃক নিবন্ধন ভুক্ত শেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ী ও কাভার্ডব্যান চালক শ্রমিক ইউনিয়ন ০২০ এর আয়োজনে নালিতাবাড়ীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ (১৬ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ীর কনফারেন্স  রুমে শেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ০২০ কমিটির  আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়। 
০২০ সংগঠনের সহ-সভাপতি  সারোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সহ অন্যান্যরা ।

নালিতাবাড়ীতে শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ এর অবৈধ কার্যক্রম বন্ধ ঘোষণা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং ০২০ ময়মনসিংহ এর  নালিতাবাড়ী কমিটির সাঃ সম্পাদক মোক্তার হোসেন।

এতে বলা হয়, গত ১৪ জানুয়ারি নালিতাবাড়ীতে ৩২৭৭ এর অবৈধ কার্যক্রম বন্ধ করার পদক্ষেপ নিতে ইউএনও ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দারস্ত হওয়ার জের ধরে পৌরশহরের বাইপাস পল্লী বিদ্যুৎ সংলগ্ন ট্রাক স্ট্যান্ডে অবৈধ ৩২৭৭ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সামাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গং আমাদের ০২০ সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আমি সাঃ সম্পাদক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। আমরা উক্ত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবৈধ ৩২৭৭ শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধসহ আসামীদের গ্রেফতার ও ন্যায় বিচার দাবী করছি।

এ ব্যাপারে শ্রমিক ইউনিয়ন -৩২৭৭ এর সভাপতি শাহাদাত হোসেন সামাদ এর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে বারবার চেষ্টা করে ফোনটি বন্ধ পাওয়া যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.