শেরপুরে প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে সংগঠনের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ (১৬ জানুয়ারি) দুপুরে পৌর শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ইকবাল মিঞার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের বিএসসি, সদস্য আনসার আলী প্রমুখ।
ওইসময় সংগঠনের কোষাধ্যক্ষ ইমাম উদ্দিন তালুকদারসহ সংগঠনের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন জেলা প্রশাসনের বরাদ্দকৃত দুই শতাধিক কম্বল সংগঠনের সদস্যের মাঝে বিতরণ করা হয়।