× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা ও মেধাবৃত্তি বিতরণ

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি ।

১৬ জানুয়ারি ২০২৫, ১৪:২৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে ‌‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের উদ্যোগে ও জেলা প্রশাসনের তত্বাবধানে জেলা শিল্পকলা একাডেমিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুঁঞা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, শিক্ষার্থী সুরভি আক্তার, বৈশাখী খাতুন, নাকিব হাসান, সাইম হাসান প্রমুখ।

এনডিসি জিএমএ মুনীবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদসহ জেলা প্রশাসন ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে জেলা পরিষদের উদ্যোগে হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। এদিন ২৪১ জন শিক্ষার্থীর মাঝে মোট ৯ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.