ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দমাইলের বড়ইআটায় হুম গুটি খেলা লাখ লাখ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) অনুষ্ঠিত খেলা থেকে একটি সংঘবদ্ধ চক্র দর্শকদের নিকট থেকে মোবাইল চুরি করে নিয়ে যায়। ১৪ টি মোবাইলসহ দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ওসি রুকনুজ্জামান। তিনি জানান,
থানাধীন দশমাইল বড়ইআটা নামক এলাকায় ঐতিহ্যবাহী হুম গুটি খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় লাখ লাখ মানুষের সমাগম হয়। খেলা চলাকালে অনেকের ফোন চুরির ঘটনার সংবাদ পেয়ে ফুলবাড়ীয়া পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাই যাওয়া মোবাইল উদ্ধার অভিযান পরিচালনা করে । অভিযান পরিচালনাকালে স্থানীয় লোকজনের সহায়তায় ফুলবাড়ীয়া থানাধীন দেওখোলা বাজার হতে একটি কালো রংয়ের নোহা গাড়ী ও গাড়ীতে থাকা ০২(দুই) জন চোরকে হুম গুটি খেলা হতে চুরি যাওয়া ১৪টি মোবাইল সহ আটক করা হয় ।
চোরদের আটক করার সময় ধৃত চোরদের অন্যান্য ৪/৫ জন সহযোগী চোর কৌশলে গাড়ী হতে নেমে দ্রুত পালিয়ে যায় । পরবর্তীতে আটককৃত চোরদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, উক্ত মোবাইল গুলো হুম গুটি খেলার মাঠ হতে চুরি করেছে। আটকৃতরা হল ১। মোঃ রানা ওরফে চুন্নু (৪৮) পিতা-মৃত আঃ রশীদ, মাতা-গুলনাহার বেগম, স্থায়ী সাং-১৬৮নং মরিচাপাড়া, মাঝিরঘাট (আমানউল্লা সওদাগরের বাড়ী), থানা-চট্টগ্রাম সদর, জেলা-চট্টগ্রাম, এ/পি-ঠিকানা-আজমপুর (ফরিদ মার্কেট), (অনিকের বাড়ীর ভাড়াটিয়া), থানা-উত্তর পশ্চিম, জেলা-ডিএমপি ঢাকা, ২। ড্রাইভার লিটন (৩৪) পিতা-মোঃ মুতিন মিয়া, মাতা-রঙ্গু বিবি, স্থায়ী সাং-শায়েস্তানগর (আনন্দপুর), থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ, এ/পি-ঠিকানা-ষ্টেশন রোড (ফায়ার সার্ভিস এর পিছনে মেস), থানা-টংগী, জেলা-গাজীপুর বলে নাম ঠিকানা প্রকাশ করে এবং পালিয়ে যাওয়া তাদের সহযোগী ৪/৫ জন চোরদের নাম-ঠিকানা জানে না বলে জানায়।
আটককৃত চোরদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরোও জানা যায় তারা দেশের বিভিন্ন অঞ্চলে সভা, সমাবেশ, খেলার মাঠ সহ বিভিন্ন জনসমাবেশে সংঙ্গবদ্ধভাবে মোবাইল ফোন চুরি করে থাকে। উক্ত ঘটনায় ফুলবাড়ীয়া থানার মামলা নং-১৪, তাং-১৫/১/২০২৫, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০ রুজু করে অন্যান্য চোরাই যাওয়া মোবাইল উদ্ধার ও সহযোগী পলাতক চোরদের গ্রেফতারের লক্ষ্যে ধৃত আসামীদ্বয়কে ৫(পাঁচ) দিনের রিমান্ড আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।