নড়াইলের লোহাগড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমাদা আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ( ১৫ জানুয়ারী) দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, আমাদা গ্রামের কৃতি সন্তান ডা: এস এম আবুল হাসানের সভাপতিত্বে ও প্রভাষক রূপক মুখার্জির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, জেলা বিএনপির সহ-সভাপতি ও লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, লোহাগড়া- লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের কে এম রেজাউল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আসাদুজ্জামান মন্ডলসহ প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ডাক্তার ইদ্রিস গাজী, সুলতান মাহমুদ, খান রবিউল ইসলাম, তরিকুল ইসলাম ছবি, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজ কাজী, সালাহউদ্দিন খান, মশিয়ার রহমানসহ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। এদিকে বিকালে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মোশারফ হোসেন মোল্লা, আল জামিয়াতুল ইসলামি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, লোহাগড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামান, সেক্রেটারি সেকেন্দার আলী খান, নড়াইল জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান।
আগামী সোমবার (২০ জানুয়ারী) দিনব্যাপী পিঠা উৎসবের শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এছাড়া তিনি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করবেন।