কক্সবাজার সমুদ্র সৈকতে এলাকায় খুলনার সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।
আজ (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
গ্রেফতার তিনজনেরই বাড়ি খুলনায় বলে তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে আটক ৩ জনের মাঝে তারই হোটেলসঙ্গী একজন নারী। বিস্তারিত বুধবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে জানানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে রাস্তার ফুটপাতে অজ্ঞাত দূর্বৃত্তরা খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করে।