নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ জানুয়ারি) সকালে কলেজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন মোল্ল্যার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিঠুন মৈত্র, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, শিক্ষক আরাফাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় অতিথিরা নবগঙ্গা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন ও শিক্ষকদের সাথে পাঠদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান কলেজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।