বাগেরহাটের ঐতিহ্যবাহী যদুনাথ স্কুল এ্যান্ড কলেজে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরন করা হয়েছে। আজ (১৪ জানুয়ারি) বিকেলে কলেজ মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জিব দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বাংলাদেশ জামায়াত ইসলামী, বাগেরহাট জেলা শাখার শূরা সদস্য মঞ্জুরুল হক রাহাদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান রাজ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঝিমি মন্ডলসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন নতুন বছরের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এছাড়া অতিথিগণ ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করেন।