× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে সিএনজি চালককে বেধরক মারধর, থানায় অভিযোগ

জায়েদ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধি।

১৪ জানুয়ারি ২০২৫, ১৯:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের কমলগঞ্জে এক সিএনজি চালককে ফিল্মি স্টাইলে জয়নাল মিয়ার নেতৃত্বে বেধরক মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঐ চালকের বড় ভাই গত শনিবার রাতে মো. সাজিদ মিয়া কমলগঞ্জ থানায় ৫ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। গত শনিবার ২টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ এলাকার (উপজেলা-কুরমা) সড়কের বজ্রমোল্লার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত সিএনজি চালিত অটোরিক্সা চালক মো. দেলোয়ার হোসেন কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামের দিনমজুর সাহেব আলীর ছেলে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনা শুনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করছে।

থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলা চৌমুহনী থেকে নইনারপার বাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য গাড়ী ভাড়া করে নিয়া যায় জয়নাল মিয়া ও লালন মিয়া। উত্তরভাগ বজ্র মোল্লার দোকানের রাস্তার পাশে গাড়ী থামিয়ে পূর্ব পরিৃকল্পনা অনুযায়ী জোর পূর্বক জয়নাল মিয়া, লালন মিয়া, রমজান মিয়া, সাহেল মিয়া ও হাবিবুর মিয়া সহ আরও ২-৩ জন মিলে গলা চাপ দিয়ে শ্বাসরোধ করে প্রানে হত্যার চেষ্টা করে। পরে একটি ধারালো চাকু দিয়া আমার হত্যার উদ্দেশ্যে বুকে উপড়জোপোড় আঘাত করতে থাকে। চাকুর আঘাতটি প্রতিহত করিলে উক্ত চাকুর আঘাতে বুকের বাম পাশে লেগে ছিড়া-ছিলা জখম হয়। এছাড়াও লোহার রড দ্বারা শরীরের বিভিন্ন অংশে এলোপাতারীভাবে আঘাত করা হয়।

এছাড়াও জানা যায়, আহত সিএনজি চালিত অটোরিক্সা চালক মো. দেলোয়ার হোসেন এর সাথে থাকা মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা বিশ হাজার টাকা নিয়া যায়। তখন তার চিৎকার শুনে এলাকার স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। আহত দেলোয়ার হোসেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে আহত সিএনজি চালিত অটোরিক্সা চালক মো. দেলোয়ার হোসেন এর বড় ভাই মো, সাজিদ মিয়া বলেন, ‘আমার ভাই খুব সহজসরল। এত বড় হয়েছে আজ পর্যন্ত কারো সাথে ঝগড়া বিবাদ করেনি। তাকে কেন এভাবে মারা হলো আমরা বুঝতে পারিনি। বর্তমানে আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ। এসব বিষয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি। আমার ভাইয়ে সুষ্ট বিচার দাবী করছি।

আহত সিএনজি চালিত অটোরিক্সা চালক মো. দেলোয়ার হোসেন জানান, ‘আমি তো প্রতিদিনের মতো আজও গাড়ি নিয়ে বের হইছি। আদমপুর বাজার থেকে জয়নাল মিয়া ও লালন মিয়া আমার গাড়িতে উঠেন নইনারপার এলাকায় যাবেন বলে তাদের নিয়ে রওয়ানা হই। নইনারপার বাজারে গেলে হঠাৎ আমার গাড়ি আটকিয়ে কিছু বুঝে উঠার আগে ফিল্মি স্টাইলে জয়নাল ও লালন মিয়ার নেতৃত্বে ৮-১০ জন মানুষ মিলে আমাকে কুকুরকে যে ভাবে মারা হয় সেভাবে রাস্তায় ফেলে আমাকে মারধর করেছে। আমি তাদের পায়ে পড়ে ভিক্ষা পর্যন্ত চাইছি আমাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তারা আমাকে ছেড়ে দেয়নি। পরে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

কমলগঞ্জ উপজেলা সদর সিএনজি চালক সমিতির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সামছুর রহমান সামু জানান, ‘দেলোয়ারকে আটক করে মারধরের ঘটনা শুনার পর আমার সিএনজি চালাক সমিতির সকল নেতারা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে শুনি তাকে অমানবিকভাবে মতো মারধর করা হয়েছে। কোনো মানুষ এভাবে কোন মানুষকে মারতে পারেনা। আমরা এই বিষয়ে থানার ওসি সাহেবের সাথে কথা বলেছি । তিনি আমাদের আশ্বস্ত করেছেন দ্রুত আসামীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

এ বিষয়ে থানায় অভিযুক্ত জয়নাল মিয়ার সাথে একাধিবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয় নি। 

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘ঘটনা শুনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.