× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোড়লগঞ্জের পুটিখালী ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন স্থগিত

বাগেরহাট জেলা প্রতিনিধি।

১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৫৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ (১৪ জানুয়ারি) সকাল হতে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে কমিটি গঠন করার লক্ষ্যে ভোট গ্রহণের কথা থাকলেও বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রত্যেকটি ওয়ার্ডে দ্বি বার্ষিক সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং মোড়েলগঞ্জ সরণখোলা উপজেলার সদস্য সংগ্রহের নিমিত্তে গঠিত আহবায়ক টিমের সদস্য সরদার ওহিদুল ইসলাম পল্টু।

পুটিখালি ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন ওয়ার্ডের বিএনপি'র সমর্থক বৃন্দ জানান, ভোটার লিস্টে গরমিল পরিলক্ষিত হওয়ার কারণে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে অভিযোগ জানানো হয়েছে। আওয়ামী লীগের কর্মী ও তাদের সমর্থকদের ওয়ার্ড কমিটি গঠনের নিমিত্তে সদস্য সংগ্রহের তালিকায় নাম রয়েছে। কেউ কেউ ওয়ার্ড বিএনপি'র বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।

রাজপথে থাকা হামলা মামলার শিকার নির্যাতিত বিএনপির কর্মীগণ আওয়ামীলীগ সমর্থক ও তাদের দোসরদের ওয়ার্ড বিএনপির কমিটিতে দেখতে চান না। তারা হতভম্ব হয়েছেন যে, নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের রক্ত শুকানোর আগে কিভাবে আওয়ামী সন্ত্রাসীদের সাথে আতাত করে। বিএনপি'র সমর্থক বৃন্দ পুটিখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ প্রদর্শন করে এসব অভিযোগ উত্থাপন করায় জেলা নেতৃবৃন্দ এই ইউনিয়নের সকল ওয়ার্ডের নির্বাচন স্থগিত ঘোষণা করে।

ওয়ার্ড বিএনপির সমর্থক বৃন্দ আরো জানান, বিএনপি'র মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু দুষ্কৃতকারী ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আওয়ামী সমর্থকদের কাছ থেকে তালিকা সংগ্রহ করেছে। বিএনপি'র পক্ষ থেকেও তালিকা দেওয়া হয়েছে। এসব কমিটি যাচাই-বাছাই করে যারা প্রকৃত বিএনপি সমর্থক এবং হামলা মামলার শিকার এমন কর্মীদের দ্বারাই বিএনপির কমিটি গঠন করা হোক। অন্যথায় আওয়ামী-সমর্থকদের দিয়ে কমিটি গঠন করা হলে বিএনপি সমর্থক বৃন্দ কোনভাবেই ওয়ার্ড কমিটি মেনে নিবে না। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.