ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার লক্ষীপুর নতুন সড়কে জমিদার আমলের তালুক-পরগনার সীমানায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী গুটি খেলা চলছে। আজ (১৪ জানুয়ারী) বিকাল তিনটার দিকে মাঠে গড়ায়। গুটি খেলা নিয়ে নানামুখী চাপে ছিলেন আয়োজক কমিটি। বিষয়টি স্বীকার করেছেন আয়োজক কমিটির এবি সিদ্দিক। তিনি বলেন, এবার গুটি খেলা নিয়ে সবচেয়ে বেশি চাপে ছিলেন রাজনৈতিক নেতাদের। গুটি খেলায় কোন দল নেই। গুটি হচ্ছে সবার।
এক সময় গুটির ওজন ছিল ৪০ কেজি। ৪০ কেজি ওজনের গুটি বারবার সংস্কার করার কারনে ওজনের গেছে। বর্তমানে তার ওজন দায়িছে ২৪ কেজিতে। ২৪ কেজি ওজনের গুটি দুপুর গড়িয়ে বিকাল তিনটার দিকে ঢোলের তালে নেচে গেয়ে নিয়ে আসেন আয়োজক কমিটি। লক্ষীপুর বাজারে গুটি খেলা নিয়ে দিক নির্দেশনা দেন আয়োজক কমিটি আহবায়ক গুটি সংরক্ষণকারী এবি সিদ্দিক। তালুক-পরগনা সীমানায় গুটি আসার পর গুটি নিয়ে শুরু হয় টানাটানি।
আমন ধান কাটার পর পতিত ফসলী বিশাল মাঠের এ খেলায় উত্তর দক্ষিন পূর্ব পশ্চিমে খেলোয়াড়রা বিভক্ত হয়ে খেলা শুরু করেন। দিন গড়িয়ে রাত যত বাড়ে গুটি খেলা ততই জমে উঠে। সন্ধ্যার পর রঙবেঙের নিশানা উড়ানো হয়। টর্চের আলোতে আলোকিত হয় খেলার মাঠ। তবে দিনের চেয়ে রাতে খেলার সৌন্দর্য বৃদ্ধি পায়।
খেলা উপলক্ষে বসে গ্রামীণ মেলা। ছোট শিশুদের পাশাপাশি মায়েরাও খেলা দেখার জন্য ভীড় করেন। এ রিপোর্ট সন্ধ্যা (৬টা) গুটি খেলা খেলার মাঠে গড়াগড়ি করছিল।