× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে বেলিরাস উৎসব অনুষ্ঠিত

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ।

১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৬ পিএম । আপডেটঃ ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে ১১৫তম ঐতিহ্যবাহী বেলিরাস অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলিরাস রাসোৎসব অনুষ্ঠিত হয়েছে ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ‌তুমুল হৈচৈ, আনন্দ-উৎসাহ, ঢাক-ঢোল, খোল-করতালের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বেলিরাস রাসোৎসব অনুষ্ঠিত হয়। দুই দিন থেকে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে উৎসবের রং ফুটেছে মণিপুরী বাড়িগুলোতে। রাস মণ্ডপে বাহারি রঙে সাজসজ্জা করে প্রস্তুত করা হয়েছে ব্যস্ত শিল্পীরা। নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় বেলিরাস রাসোৎসব। বেলিরাস রাসোৎসবে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোকজন মেতে উঠে এ একদিনের আনন্দ উৎসব।

বেলিরাস রাসোৎসবের উত্তর বালিগাঁও যুব ঐক্য পরিষদের সভাপতি মৃনাল সিংহ সঙ্গে কথা বলে জানা যায়, ‘প্রতি বছরের মতো এবছরও উত্তর বালিগাঁও গ্রামের মনিপুরী সম্প্রদায়ের ১১৫তম পৌষ সংক্রান্তি উপলক্ষে বেলিরাস রাসোৎসব অনুষ্ঠিত হয়েছে। বেলিরাস রাসোৎসবে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোকজন মেতে উঠে এ একদিনের আনন্দ উৎসবে। ’

নোটঃ ছবি সংযুক্ত। কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে ১১৫তম ঐতিহ্যবাহী বেলিরাস অনুষ্ঠিত হয়েছে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.