ব্রাহ্মণবাড়িয়ার সরাইলেসোমবার দিবাগত রাতে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলে অবৈধ ভাবে মাটি কাঠার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন।
এই বিলে ফসলি জমিতে ভেকু দিয়ে রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি সময় আবদুর রহিমকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও নাঈম ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আটককৃত মাটি ভর্তি ১ টি ট্রাক জব্দ করে সরাইল থানার জিম্মায় রাখা হয়। দন্ডপ্রাপ্ত আবদুর রহিম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা গ্রামের মফিজুল মিয়ার ছেলে ও নাঈম ইসলাম আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন বলেন, অবৈধ ভাবে মাটি কাঠার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।