× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফতুল্লায় সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের সড়ক অবরোধ

আবু সাইদ কাদেরী, নারায়ণগঞ্জ প্রতিনিধি।

১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩০ পিএম । আপডেটঃ ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন দাবি সহ কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের  শ্রমিকরা বিক্ষোভ মিছিল সহ সড়ক অবরোধ করেছে। তারা বিশৃঙ্খলা না করলেও দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ করে রাখে। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। 

আজ (১৪ জানুয়ারী) সকাল ৮টা হতে দুপুর পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেইটের সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করে। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশন। এই কারখানায় কয়েকশত শ্রমিক রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাটাই করে। আর শ্রমিক ছাটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুজিয়ে দেয়া হয় না। বিনা কারণে  শ্রমিকদের সাথে স্টাফরা খারাপ আচরণ করে। এমনকি কারখানার ভিতরে ক্যানটিন না দিয়ে কাউকে নাস্তা খাওয়ার জন্য বাহিরে যাওয়ার সুযোগ দেয়া হয় না। এছাড়াও সকাল ৮ টার এক মিনিট পর কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়া হয় না। রাস্তায় যানজট থাকলেও দুপুরে ২ টার এক মিনিট পর গেইটের সামনে হাজির হলেও ভিতরে প্রবেশ করতে দেয়া হয়। মালিকের কঠিক এবং মনগড়া নিয়ম বাতিল করতে হবে। 

তারা আরো জানান, কোন কারণ ছাড়া এবং শ্রমিকদের দাবি দাওয়ার বিষয় কোন সিদ্ধান্ত না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়া হয়। এছাড়াও মালিকের সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের নানা ভাবে হয়রানী সহ হুমকি দেয়া হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের কোন ধরনের বকেয়া না থাকা সত্বেও তারা রাস্তায় এসে সড়ক অবরোধ করে রাখে এবং বিক্ষোভ করে। তাদের সাথে কথা বলে মালিকপক্ষের আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। মালিকপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী লোকজন সাথে নিয়ে সমস্যার সমাধান করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। বতর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.