× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিরোজপুরে মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

পিরোজপুর প্রতিনিধি:

১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

পিরোজপুরে মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ই জানুয়ারি) সকালে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মাঠে উক্ত সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক।

প্রধান অতিথি নাজিমুল হক বলেন, নারীরা আজ সকল ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে চলছে। পুরুষের পাশাপাশি নারীরা সামনে এগিয়ে যাচ্ছে। মানবতার বিকাশ না হলে শিক্ষার কোন মূল্য নেই। পড়াশুনা শেষ করে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি। তিনি আরও বলেন,  আমি এই মাটির সন্তান, আমার দায়ীত্ববোধ থেকে পিরোজপুর সরকারি মহিলা কলেজের উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সবকিছুই আমি করবো। 

এ সময় আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামি পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে দুপুরে মধ্যাহ্নভোজ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.