রংপুরে প্রিপেইড মিটার স্থাপনে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় পাওয়ার প্রেজেন্টেশনে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করায় হট্টগোলের সৃষ্টি হয়। পরে অংশগ্রহণকারীরা আলোচনা সভা বর্জন করায় জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সভা স্থগিত ঘোষণা করেন।
আজ (১৩ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ হট্রগোলের ঘটনা ঘটে। এদিকে, জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎগ্রাহক স্বার্থরক্ষা কমিটি।
সভায় অংশগ্রহণকারী সুত্রে জানা যায়, প্রিপেইড মিটার ইস্যুতে জেলা প্রশাসনের আয়োজনে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি নেসকোর সাথে সংশ্লিষ্টদের মতবিনিময় সভা শুরু হলে নেসকো কিছু স্লাইড প্রদর্শন করা শুরু করে। সেই প্রদর্শনী স্লাইডে মুজিববাদী লোগো থাকায় এসময় উত্তেজনা তৈরি হয়। সভায় অংশ নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের নেতৃবৃন্দ সাথে সাথে এর প্রতিবাদ জানায়।সভাস্থলেই তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, যুগ্ম সদস্য সচিব ডা. নাসিফ, মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, সদস্য নাবিল আহমেদ রোহিত।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি জানান, জনগণের ইচ্ছার বিরুদ্ধে রংপুরে প্রিপেইড মিটার স্থাপন করতে দেওয়া হবে না। জনগণ তার সুবিধা মতো বিদ্যুৎ সেবার জন্য যেটা চাচ্ছে সেটাই করতে হবে। এই নেসকো আজকে রাষ্ট্রের বিরুদ্ধে ফ্যাসিস্ট মুজিববাদী লোগো ব্যবহার করেছে অর্থাৎ তারা আওয়ামী লীগকে প্রমোট করছে। রংপুরের নেসকোর সকল কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। এরা দুর্নীতিগ্রস্থ এদের দাঁতভাঙ্গা জবাব দিতে বৈষম্যবিরোধীরা প্রস্তুত আছে।
প্রিপেইড মিটার স্থাপনে আয়োজিত সেই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল মান্নান, মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, সদস্য এ্যাড. খাইরুল ইসলাম বাপ্পি, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, এবি পার্টির মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক রিজওয়ান রিজু প্রমুখ।
অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে প্রিপেইড মিটার স্থাপন বিষয়ক মতবিনিময় সভায় যখন হট্রগোল চলছে ঠিক তখন কাচারী বাজারের সামনে পূর্বঘোষিত এই প্রিপেইড মিটারের বিরুদ্ধে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বিদ্যুৎগ্রাহক স্বার্থরক্ষা কমিটি। সমাবেশে কমিটির আহবায়ক ডা: সৈয়দ মামুনুর রহমান মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব কাজী মাজিরুল ইসলাম লিটন,সতস্য, আব্দুল কুদ্দুস, গৌতম রায়, সাব্বির আহমেদ, আতাউর রহমান ও সংগঠক সাংবাদিক কামরুল হাসান টিটু। সঞ্চালনা করেন রাতুজ্জামান রাতুল।
প্রিপেইড মিটারের বিরুদ্ধে আন্দোলনের সংগঠক সাংবাদিক কামরুল হাসান টিটু বলেন, প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত একটি গণবিরোধী সিদ্ধান্ত। যা ইতিমধ্যে দেশের মানুষ বয়কট করেছে। কেননা প্রিপেইড মিটারে জনদূর্ভোগ সৃষ্টির পাশাপাশি, সেবার পরিবর্তে বানিজ্যিক এবং অমানবিক আচরণের বহি:প্রকাশ ঘটবে।
নেসকো রংপুরের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল বলেন, পাওয়ার প্রেজেন্টেশনে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করার বিষয়টি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনাটি তদন্ত সাপেক্ষে দোষিদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, মতবিনিময় সভায় মুজিববর্ষের লোগো প্রদর্শন ধৃষ্টতার শামিল। জেলা প্রশাসনের সভায় এ ধরণের লোগো প্রদর্শনে কোন ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখা হবে। সেইসাথে নেসকো কর্তৃপক্ষকে বিষয়টির কারণ দর্শাতে বলা হবে।