মুন্সীগঞ্জের শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কাইয়ুম উদ্দিন চৌধুরীকে পুন: বহালের দাবীতে ১২ই জানুয়ারী রবিবার দুপুর দেড় টায় শ্রীনগর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন, শ্রীনগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন।
গত ১০ জানুয়ারী শুক্রবার এজাহারভুক্ত আসামী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য তরিকুল ইসলামকে শ্রীনগর থানা থেকে বিএনপির নেতাকর্মীরা ছিনিয়ে নিয়ে যায়, সেই ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কাইয়ুম উদ্দিন চৌধুরীকে ক্লোজিং করা হয়।
এর প্রতিবাদে এবং অফিসার ইনচার্জ মোঃ কাইয়ুম উদ্দিন চৌধুরীকে পুন: বহালের দাবীতে মানববন্ধন করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র প্রতিনিধি শেখ জুমান, সাদিয়া আক্তার এলমা, সিয়াম, আঃআহাদ, মোঃ মারুফ, মোঃ ফাহিম, কাজল, মোঃ তামিম, প্রান্ত, নিশি আক্তার, কানিজ ফাতিমা, কারিমা আক্তার, আফরোজা আক্তার, ফাহাদ হোসেন, তিথি আক্তার, রিয়া আক্তার, রিতু আক্তার, মোঃ বাবু প্রমুখ।
এ সময় সিয়াম বলেন, যদি এজাহারভুক্ত আসামী তরিকুল কে ছিনিয়ে নেওয়ার ব্যাপারে থানার অফিসার ইনচার্জকে ক্লোজিং করা হয় তাহলে এই থানার সবাইকে ক্লোজিং করতে হবে। কারণ অই সময়ে থানায় সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন তাহলে কেন শাস্তি শুধু অফিসার ইনচার্জ (অসি) পাবে? যদি ক্লোজিং করতেই হয় তাহলে এই থানার সকলকে ক্লোজিং করে এই থানায় সব নতুন পুলিশ নিয়োগ দিতে হবে।
শেখ জুমান বলেন, আমরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলাম এর মাঝে যদি অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরীকে পুন: বহাল না করা হয় তাহলে আমরা আমাদের আন্দোলকে আরো তীব্র আকারে ধারণ করবো।