× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে ছাত্রলীগ নেতা সাচ্চু আটক

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি।

১২ জানুয়ারি ২০২৫, ১৮:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

পটুয়াখালীর দুমকীতে বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার মামলায় উপজেলা ছাত্রলীগের ১নং সহ-সভাপতি মাইনুল এইচ.সাচ্চু মৃধাকে আটক করেছে দুমকি থানা পুলিশ। শনিবার ১১জানুয়ারি রাত ৮ টায় উপজেলার আঙ্গারিয়া ব্রিজ থেকে তাকে আটক করা হয়েছে। 

জানা যায়, ২০২২ ইং সালে সারাদেশে দ্রব্যমূল্য উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  দুমকীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা  বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে গত ৭/১১/২৪ ইং তারিখে কৃষকদল নেতা  মোঃ মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন।

সে মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে  তাকে গ্রেফতার করে পুলিশ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ জাকির হোসেন জানান, বিএনপি অফিস ভাংচুর  মামলায় তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে আটক করা হয়েছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.