কোর্টের রায়কে অমান্য করে রাতের আঁধারে সরকারি ও ব্যবসায়ীর জায়গা দখল করে দেয়াল নির্মাণ। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে একটি প্রতিষ্ঠানের জমি ও সরকারি নাল জমি জোরপূর্বক দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে ডীপলেড ঔষধ কোম্পানির মালিক আব্দুল লতিফের বিরুদ্ধে। এ বিষয়ে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও বিবাদীপক্ষ তা অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রেখেছে বলে দাবি বাদীপক্ষের।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে জমির মালিক এস এম জামালউদ্দিন পক্ষে মনোয়ারা বেগম জানান, গত মঙ্গলবার বিকেলে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে তাদের চলিত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। তারা সেনাবাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে দেয়াল নির্মাণের কাজ চালাচ্ছে।
এর আগে বাংলাফুড এন্ড বেভারেজ লিমিটেড প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম জামালউদ্দিন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) আসিফ ইমাম এর কাছে এ ব্যাপারে অভিযোগ করেছেন। তিনি বলেন, জমিটি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে বর্তমানে মামলা চলছে। এ ব্যাপারে চূড়ান্ত নিস্পত্তি হওয়ার আগে আদালত উভয়পক্ষকেই ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববার রাতে প্রায় অর্ধশতাধিক ক্যাডার নিয়ে অমীমাংসিত জমিটি জোরপূর্বক দখল করে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করে ডীপলেড ওষুধ কোম্পানির মালিক লতিফের লোকজন। এ নিয়ে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন গ্রামবাসী। তারা এ ব্যাপারে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি আরও বলেন, রবিবার রাতে সন্ত্রাসীদের জমি দখলে বাধা দিতে গেলে তাদের প্রতিষ্ঠানের লোকজনকে বাংলাফুড এন্ড বেভারেজ লিমিটেডের ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফাঁসানোর হুমকিও প্রদান করছে। এ বিষয়ে ডীপলেড কোম্পানির চেয়ারম্যান হাবিবুর রহমানের মোবাইলে একাধিকরার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।