কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকা থেকে আজ (১২ জানুয়ারি) সকালে মীর হোসেন (৬২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার তারাপাশা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মীর হোসেন। পরদিন সকালে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মীর হোসেনকে হত্যা করে। তবে পাশের ধানক্ষেতে অটোরিকশাটি পড়ে থাকায় তা ছিনতাই করতে পারেনি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। আইনানুগ প্রক্রিয়াও চলমান রয়েছে।”
এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে তৎপর রয়েছে। মীর হোসেনের পরিবার এবং এলাকাবাসী দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন।