বান্দরবানে আলীকদমে অবৈধ পথে অনুপ্রবেশ সময় ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। একই সাথে পাচারকারী চক্রে ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। আজ শনিবার ভোর সকালে নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
স্থানীয় ও বিজিবি জানান, অবৈধ পথ দিয়ে রোহিঙ্গা প্রবেশ করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় বাংলাদেশে প্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গা ও পাচারকারী ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। তদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৭ শিশু বাচ্চা রোহিঙ্গা রয়েছে। আটককৃতদের মায়ানমারের পুশব্যাক করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।
পাচারকারী চক্রে সদস্যরা হলেন- দক্ষিণ নয়াপড়া ইউনিয়নের আনোয়ার হোসেন ছেলে আরিফুল ইসলাম, সোনা মিয়া ছেলে জালাল উদ্দীন, মৃত আনু মিয়া ছেলে খোরশেদ আলম, চৈক্ষ্যং ইউনিয়নের মৃত আবুল হোসেন ছেলে আবু হুজাইফা ও বাজার পাড়া মো: আব্দুল রহিমের ছেলে নজরুল ইসলাম।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, মিয়ানমার নাগরিকদের আটকের খবর শুনেছি। তবে এখনো পর্যন্ত থানায় কাউকে আনা হয়নি।