× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাদ পন্থীদের নিষিদ্ধ ও হত্যাকান্ডে জরিতদের বিচার দাবিতে নাটোরে বিক্ষোভ

মো.আতিকুল হক , নাটোর প্রতিনিধি।

১০ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

টঙ্গী ইজতেমা মাঠে হামলাকারী সাদ পন্থীদের সকল কর্মকান্ড নিষিদ্ধ ও হত্যাকান্ডে জড়িতদের জামিন বাতিল করে বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের বিপরিতে সর্বস্তরের ওলামা মাশায়েখ,তাবলীগের সাথী ও তৌহিদী জনতার ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়।

সমাবেশের আগে নামাজ শেষ করে শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা বিক্ষোভ মিছিল নিয়ে এসে সমবেত হয় সমাবেশস্থলে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ মাদানী, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, আহলে শুরা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন উপজেলা  থেকে আসা নেতা কর্মিরা।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর সাদ পন্থীরা ন্যাক্কারভাবে জুবায়ের পন্থীদের উপর হামলা চালায়। এতে জুবায়ের পন্থীদের অনেক ভাই নিহত ও আহত হয়। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোন ব্যাবস্থা নেয়না। তাই আমরা খুনীদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবী জানায়।

এছাড়াও যাদের নামে মামলা হয়েছে তাদের আগাম জামিন দিচ্ছে এই সরকার। তাই সরকারকে তারা কঠোর হুশিয়ারি দিয়ে বলেন সরকার যদি কঠোর ব্যাবস্থা না নেন তাহলে কঠোর কর্মসূচি দিতে বাথ্য হবেন তারা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.