× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কটিয়াদিতে ভেকু ও ৭ টি ড্রাম ট্রাক জব্দ

৭০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি।

১০ জানুয়ারি ২০২৫, ১৮:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

কিশোরগঞ্জের কটিয়াদিতে মাটি কাটার অবৈধ ভেকু ও মাটি বহনের ৭ টি ড্রাম ট্রাক আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের নখলা এলাকা থেকে ভেকু ও ড্রাম ট্রাক আটক করা হয়। পরে বৃহস্পতিবার বিকালে কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

জানা যায়, কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন এর নখলা গ্রামে অবৈধ মাটি ব্যবসায়ীদের সাথে এলাকাবাসীর বিরোধ দেখা দিলে এলাকাবাসী বুধবার রাতে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে মাটি কাটার ভেকু ও ৭ টি ড্রাম ট্রাক আটক করে থানায় নিয়ে যায়।

এর আগে এতদিন স্থানীয় আওয়ামীলীগ নেতা নবী ও কফিল উদ্দীনের সাথে উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ ও পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান মাটির ব্যবসা করে আসছিলেন। মাঠি ভর্তি ড্রাম ট্রাক নখলা এলাকার একমাত্র খেলার মাঠের উপর দিয়ে যাতায়াত করায় মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী প্রথম থেকেই মাঠটি ব্যবহার না করার অনুরোধ করে আসছিলেন।

কিন্তু তারা জোর করে এই অবৈধ মাটির ব্যবসা করে আসছিলেন। শেষমেষ বুধবার দিবাগত রাতে এলাকাবাসী একত্রিত হয়ে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে ১ টি মাটি কাটার ভেকু ও ৭ টি ড্রাম ট্রাক থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটি ভর্তি ড্রাম ট্রাক নখলা এলাকার একমাত্র খেলার মাঠের উপর দিয়ে যাতায়াত করায় মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়।

দ্বিতীয়ত আওয়ামীলীগ নেতাদের যোগসাজশে ব্যবসা করার কারনে এলাকার নির্যাতিত জনতাও এর বিরোধিতা করে। পরে তারা একত্রিত হয়ে ৯৯৯ এ ফোন করে পুলিশকে বিষয়টি জানায়।
এ বিষয়ে কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই।

পরে মাটি কাটার ভেকু ও ড্রাম ট্রাক আটক করে থানায় নিয়ে আসি।এ ঘটনায় কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.