× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে পৃথক মোবাইল কোর্টে স্কেভেটর জব্দ

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

০৯ জানুয়ারি ২০২৫, ১৯:২৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ও হাশিমপুর পাহাড়ি এলাকায় টিলা কেটে মাটি নিয়ো যাওয়ার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন পৃথক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি স্কেভেটর জব্দ করেন।

আজ (৯ জানুয়ারি) ভোরে হাশিমপুর আলী শাহ্ মাজার সংলগ্ন এলাকায় আশ্রয়ন প্রকল্পের মাটি কেটে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হন নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন। মাটি দস্যুরা তার যাওয়ার সংবাদ পেয়ে স্কেভেটরসহ সেখান থেকে সরে পড়ে। তিনি পার্শ্ববর্তী ইটভাটায় বিভিন্ন মাটির স্তুপ পরীক্ষা করে ইটভাটার লোকজনদের তার সাথে দেখা করার জন্য বলেছেন বলে জানান।

জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। অপরদিকে কাঞ্চননগর পাহাড়ি এলাকায় একইভাবে টিলা কেটে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে কোন লোকজন না পেয়ে স্কেভেটর জব্দ করেন। প্রতিদিন সারারাত বিভিন্ন এলাকার ধানী জমির টপসয়েল, পাহাড়ের টিলার মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি দস্যুরা।

ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন সংবাদ পেলে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানা পুলিশ ও দুই কার্যালয়ের কর্মচারীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.