× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যাদেরকে বেশি সহায়তা করেছি, তারাই আমার পেছনে লেগেছে

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

০৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক, আবুধাবি বিএনপির সভাপতি এবং রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন তালুকদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে আজ (৯ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি একটি পত্রিকায় তাকে নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি। 

তিনি বলেন, আওয়ামী দুঃশ্বাসনের সাথে আপোষ না করায় গত ১৭ বছর দেশে আসতে পারিনি। প্রবাসে থেকেও দলকে সুসংগঠিত করতে কাজ করেছি। দেশেও জেলা থেকে তৃণমূল পর্যায়ের প্রত্যেক নেতৃবৃন্দ যে যখন যোগাযোগ করেছে কিংবা আমি খবর পেয়েছি তাদের সবার পাশে থাকার চেষ্টা করেছি। যাদেরকে আমি বেশি সহায়তা করেছি, তারাই আমার পেছনে লেগেছে। দেশে আসার পর থেকে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে তারা। সাধারণ নেতৃবৃন্দের কাছে আমার গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বীত হয়ে আমার নিজ দলের কতিপয় নেতৃবৃন্দ ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই অপপ্রচার তারই একটা অংশ বলে আমি মনে করি।

ইসমাইল তালুকদার আরো বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ গড়া একজন সৈনিক। ৯৬ সালের পর থেকে নানা হামলা, মামলার পরও আমার নিজ অবস্থান থেকে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি৷ সেজন্যে আবুধাবি বিএনপি সভাপতির দায়িত্ব ছাড়াও ইউএই কেন্দ্রীয় বিএনপির সদস্য হিসেবে নয়টি ষ্টেইটের মধ্যে সাংগঠনিকভাবে আমার থেকে বেশি পরিশ্রম কেউ করেনি। যা সবাই অবগত আছেন। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উত্তরজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন রানা, পৌরসভা যুবদলের সিনিয়র সহ সভাপতি গাজী জসিম উদ্দিন, সরফভাটা ইউনিয়ন যুবদল সভাপতি খাইরুল ইসলাম, প্রবাসী বিএনপি নেতা আমিনুল ইসলাম টিপু, আহমেদ হোসাইন তালুকদার, জিয়া মঞ্চ সভাপতি আহমেদ ছাফা, ঈমাম গাজ্জালী কলেজের সাবেক জিএস মোহাম্মদ হেলাল, ইলিয়াস মাহমুদ, মোহাম্মদ রাসেল, গিয়াস উদ্দিন, জাহেদুল আলম, জাবের হোসেন, মো. বাবুল, নজরুল ইসলাম, শাহিনুর বেগম প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.