শিশু সুরক্ষা নিশ্চিত ও বাল্যবিবাহ প্রতিরোধে মানুষের জন্য ফাউন্ডেশন ও লাল সবুজ সোসাইটির যৌথ উদ্যোগে কমিউনিটি ফোরাম, শিক্ষক,সাংবাদিক ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯জানুয়ারি) সকালে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সেফ প্রকল্পের ব্যবস্থাপক মোঃ ইসরাফিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান ,উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম ,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ দেলোয়ার হোসাইন,পটুয়াখালী প্রেসক্লাবে সাবেক সভাপতি ও আহ্বায়ক মোঃ জাকির হোসেনসহ অন্যান্যরা।
এ সময় মানুষ-এর জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার পাবলো নারুধা অতিথিবৃন্দদের প্রোজেক্ট এর মূল বিষয় সহ বিস্তারিত তুলে ধরেন।
লাল সবুজ সোসাইটি'র মেন্টাল হেলথ ফোকাল আসিফ ইকবাল জুবায়ের এর সঞ্চালনায় ওরিয়েন্টেশনে কালিকাপুর ইউনিয়নের তিনটি স্কুলের শিক্ষকবৃন্দ এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা বিভিন্ন বিষয় তুলে ধরেন।
ওরিয়েন্টেশন এর লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা এবং সমাজে এসব বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য উৎসাহিত করা।