× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

মো. আল আমীন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু  অধ্যাপক কালিদাস সরকার স্যারদেরকে বিদায়ী সংবর্ধনা ও শ্রেনী কক্ষে শিক্ষার্থীবৃদ্ধি  মান্নোয়নে আলোচনা সভা।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজ (৯ জানুয়ারি)  বেলা ১১ টায় সোনারগাঁও সরকারি  কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু  অধ্যাপক কালিদাস সরকার স্যারদেরকে বিদায়ী সংবর্ধনা ও শ্রেনী কক্ষে শিক্ষার্থীবৃদ্ধি  মান্নোয়নে আলোচনা সভায় এতে সভাপতিত্ব করেন সোনারগাঁও সরকারি কলেজে সদ্য যোগদানকারী অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম একে এম আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায়, বিদায়ী অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু ও অধ্যাপক কালিদাস সরকার এর কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যাপক আলী আক্কাস, অধ্যাপক ওসমান গনি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মজনু,পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার,উক্ত কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।

অধ্যাপক একে এম আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অন্যদের মধ্যে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক কালিদাস সরকার, আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, দিলরুবা আফরোজ, ও সরকারি কলেজের সহকারী অধ্যাপকসহ প্রমুখ। উক্ত আলোচনা সভার শেষে বিএনসিসি ও রোভার স্কাউটস কর্তৃক বিদায়ী অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু ও অধ্যাপক কালিদাস সরকার স্যারদের গার্ড অফ অনার প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.