জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা'র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৮ জানুয়ারী) রাত ৮ টায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ কাফি পারভেজসহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার জামালপুর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা অভিযোগ করেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদাকে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করতেই ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ষড়যন্ত্রমূলক এই মামলা আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সাংবদিক নেতারা।
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধে মেলান্দহের কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপনের স্ত্রী সামছুন্নাহার সুমাইয়া বাদী হয়ে হাফিজ রায়হান সাদা'র বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা দায়ের করেছে।