× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরিষাবাড়ীতে সার ভর্তি ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষ

শাকিল আহম্মেদ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।

০৮ জানুয়ারি ২০২৫, ১৭:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সাথে সার বোঝাই ট্রাকের সংঘর্ষ ঘটেছে, সংঘর্ষে ট্রাকটি খন্ড খন্ড হয়ে ট্রেন ও ট্রাকের চালকসহ তিন জন গুরুতর আহত হয়েছে।

আহত ট্রাক চালক ও সহযোগির সঠিক পরিচয় ও পরবর্তী অবস্থা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

বিভিন্ন সূত্রে জানা যায়,  ভূয়াপুর স্টেশন হতে চট্রগ্রাম গামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন ( ৮ জানুয়ারী) ভোর ৪.৪৫ মিনিটের সময় উপজেলার তালুকদার বাড়ী রেলক্রসিং পার হতে গেলে একটি সার বোঝাই ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো-ট ২২-৬৩২২ রেলের উপর উঠে পড়লে এ সংঘর্ষ ঘটে। 

সংঘর্ষে ট্রাকটি দুমরে মোচড়ে খন্ড খন্ড হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে  রেলগেট হতে প্রায়  ১০০ মিটার দূরে গিয়ে ট্রেন নিয়ন্ত্রনে আসে। পরে বেলা  এগারোটার সময় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় লাইন ক্লিয়ার করে ট্রেনচলাচল স্বাভাবিক করা হয়।

এ বিষয়ে ট্রেনের আহত চালক সামছুল হক জানান, আমি ভুয়াপুর স্টেশন থেকে ছেড়ে আসছি পরবর্তী স্টেশন সরিষাবাবাড়ী। আমি তালুকদার বাড়ী রেলগেটে ঠুকার সময় হুইসেল দিসি।  হুসেল দিয়ে আমি গেটে উঠবো এর মধ্যেই একটা সার ভর্তি ট্রাক গেটে উঠে পড়ে।

তখন গেটের সিগনাল পড়ে নাই যদি পড়তো তাহলে এ দুর্ঘটনা ঘটতো না।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, তিনি ভোরে ঢাকা রেলওয়ে ডিপার্টমেন্ট হতে ফোনে জানতে পারেন সরিষাবাড়ী তালুকদার বাড়ী মোড় রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটেছে। তিনি খবর পেয়ে ঘটনার স্থলে আসেন। ট্রেনটি যখন তালুকদার বাড়ী রেলক্রসিংএ আসে তখন এ গেটটির যে গেটম্যান সে না থাকার কারনে সিগনাল পড়ে নাই।  এক পর্যায় ট্রেন দ্রুত গতিতে আসে অপরদিক থেকে সার ভর্তি ট্রাকও রেলক্রসিং এর উপর উঠে পড়ে। আমরা এ দুর্ঘটনার  সঠিক তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.