× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধলেশ্বরী নদীর চরের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে সন্ত্রাসীরা

মোহাম্মদ জাকির লস্কর, মুন্সীগঞ্জ প্রতিনিধি।

০৬ জানুয়ারি ২০২৫, ১৯:২৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সন্ত্রাসের জনপদ মুন্সীগঞ্জ সিরাজদিখানে গত ১৫ বছরে একটি শক্তিশালী ভূমিদস্যু সিন্ডিকেট তৈরি হয়েছে। তারা প্রভাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় উপজেলার ধলেশ্বরের তীর, খাসজমি ও আবাদি জমির মাটি জবর দখল করে বিক্রি করে দিচ্ছে। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে এভাবে রাতের আঁধারে শত শত একর ব্যক্তি মালিকানাধীন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

এক্ষেত্রে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ভূমি অফিসারের নির্দেশনাও মানছে না সন্ত্রাসীরা। আজ (৬ জানুয়ারি)  সিরাজদিখান উপজেলার রাজানগর, সৈয়দপুর, মরিচা, কুচিয়ামোড়া, চিত্রকোট, শেখরনগর, পলাশপুর ও বিভিন্ন ইউনিয়নে ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

অনুসন্ধানে সৈয়াদপুর মৌজায় দেখা যায়, প্রায় পাঁচ শ’ শতাংশের অধিক ফসলি জমির মাটি কেটে পুকুর বানিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে জমির মালিকরা জানান, তারা এলাকায় থাকেন না। তাদের জমি বর্গা চাষিদের দিয়ে আবাদ করান। এসব জমিতে তিনটি ফসল উৎপন্ন হয়। সম্প্রতি তাদের অজান্তেই ১৩৪ শতাংশ জমির মাটি কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

এসব মাটি উপজেলার বিভিন্ন এলাকায় ইটের ভাটায় বিক্রি করা হয়েছে। এ ছাড়া উপজেলার রাজানগর ইউনিয়নে ধলেশ্বরী নদীর তীর, ধলেশ্বরী গোপালনগর এলাকা, মধ্যের চর এলাকা ও নদীর তীরের সরকারি খাসজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে সন্ত্রাসীরা।

এ ব্যাপারে ইটভাটায় মাটি বিক্রির সিন্ডিকেটের অন্যতম সদস্য আরিফের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খোরশেদ জমিদারের মধ্যস্থতায়ই আমরা জজ মিয়া চেয়ারম্যানের এআরভি ইটভাটাসহ পাঁচটি ভাটায় মাটি বিক্রি করেছি।

এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযান চলোমান আছে। এর আগেও অভিযান করেছি। যখনিই  খবর পাই, তখনি অভিযান চলে, এবং সিরাজদিখান থানা পুলিশ, এসিল্যান্ড, নায়েব সহ কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.