কিশোরগঞ্জে মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদরাসার পরিচালককে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে মাদরাসার এক শিক্ষার্থীর অভিভাবকের বিরুদ্ধে।
(৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন। আহতরা কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, গত ৪ ডিসেম্বর, ওই মাদরাসার পরিচালক মুফতি আল আমিন সাদীর সাথে মাদরাসার এক শিক্ষার্থীর অভিভাবকের কথা-কাটাকাটি হয়। এর জেরে গতকাল রাত ১২ দিকে মাদরাসার বার্ষিক ওয়াজ-মাহফিল চলাকালে আড়াল থেকে অভিভাবক গুলি ছুড়লে পরিচালক ও তাঁর সাথী মো. জুলহাস (২০) গুলিবিদ্ধ হয়।
সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ওয়াজ মাহফিলের পাশেই একটি গ্রামীণ মেলা চলছিল। সেখান থেকে অসাবধানতা বশত বেলুন ফাটানোর এয়ারাগানের গুলি এসে তাঁদের গায়ে লাগে।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের চিকিৎসা করিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এ ঘটনায় কেউ মামলা করেননি। কেউ আটক হননি।