কুমিল্লার হোমনায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারী মনোয়ার সরকারের পক্ষ থেকে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৬ ই জানুয়ারী) বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে ১১০ টি পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারী ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার সরকার। এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বক্তব্যে বলেন, এ শীতে অসহায় মানুষদের অনেক কষ্ট সহ্য করতে হয়। পূর্বে অনেক জনপ্রতিনিধি থাকলেও তারা সেরকম ভাবে শীতবস্ত্র বিতরণ করেননি। এ শীতে অসহায় মানুষরা যেন কষ্ট না পায় তার জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস। আমি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে চাই।
উল্লেখ্য, ইতিমধ্যে তিনি হোমনা-মেঘনার বিভিন্ন স্থানে প্রায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। তার এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।