চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃষকদলের উদ্যোগে বিনামূল্য শাক-সবজি বিতরণ করা হয়েছে। ( ৩রা জানুয়ারি) উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে বাংলা বাজার মোড়ে শাক- সবজি বিতরণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ন সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সাগর।
বাগানবাড়ি ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইন্জি.শাহজাদা সরকারের সভাপতিত্ত্বে ও উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন লাবু, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন পিন্টু,শ্রমিকদলের সভাপতি আবু সুফিয়ান, যুবদল নেতা শাহীন খান, ওয়াদুদ ভূঁইয়া প্রমুখ।
আলোচনা সভার সভাশেষে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হয়।