ফেনীর দাগনভূঞায় ৭৫ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিদর্শক মোঃ আবু তাহেরের নেতৃত্বে ডিএনসি সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিমের অভিযানে দাগনভূঞার আলাইয়াপুর থেকে ৭৫ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও যৌথ বাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দাগনভূঞা থানাধীন আলাইয়াপুর, খেজুর তলা (নাদুর বাপের বাড়ী), গ্রামস্থ আবুল বাশার প্রকাশ রাজিব (৩৫) কে ৭৫ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। সে উক্ত গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত রাজিবকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, ফেনী এর উপপরিদর্শক মোঃ আবু তাহের বাদী হয়ে দাগনভূঁঞা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।