× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিরোজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এম এ মুন্না, পিরোজপুর প্রতিনিধি।

০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি - ৯৩ ব্যাচ। আজ (৪ জানুয়ারি ) বিকেলে পিরোজপুর পৌরসভার হুলার হাট বন্দর বাজার  এলাকায় শতাধিক বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ৯৩ ব্যাচের শিক্ষার্থী হাফিজুল ইসলাম তাপস , পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, ৯৩ ব্যাচের শিক্ষার্থী মহিদুল ইসলাম শরিফ, জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম সজলসহ আরও অনেকে।

এসময় হাফিজুল ইসলাম তাপস বলেন, আমরা এসএসসি ৯৩ ব্যাচ পিরোজপুর শাখা থেকে মানবিক সাহায্য হিসেবে শীত বস্ত্র বিতরন কর্মসূচির শুভ উদ্ভোধন ঘোষনা করেছি, আজ দ্বিতীয় দিনের মত হুলারহাট বাজারে এলাকায় বিতরণ করছে ।
এর আগেও আমার ৯৩ ব্যাচের ব্যানারে সামাজিক অনেক কাজ করেছি। আগামী দিনেও আমাদের এমন অনেক সেবামূলক কাজ চলমান থাকবে।

এসময় শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন,  মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। আমাদের এসএসসি - ৯৩ ব্যাচ, পিরোজপুর। অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর আমরা অল্প আয়ের অসহায় শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করে আসছি। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.