বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক মো. আফজাল হোসেন বলেছেন, ১৫ হাজার স্লিপার উৎপাদনের জন্য কাঁচামাল আনা হয়েছে। যদি ১৫ হাজার স্লিপার উৎপাদন করতে পারি তাহলে পরবর্তীতে আরও কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন বাড়ানো হবে।
ছাতক-সিলেট রেললাইন সংস্কার ও রেল গাড়ি চালুর বিষয় নিয়ে তিনি বলেন, ২০২২ সালের স্মরনকালের ভয়াবহ বন্যায় রেললাইনের কোটি কোটি টাকার ব্যাপক ক্ষতি হয়েছে। এসব সংস্কারের জন্য আওয়ামীলীগ সরকারের আমলে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। ওই প্রকল্প প্রনয়ন ও অনুমোদন শেষে দরপত্রের মাধ্যমে অনুমোদন হয়। আশা করি আগামী ফেব্রুয়ারি মাসে ছাতক টু সিলেট রেললাইনের সংস্কার কাজ শুরু হবে। বন্ধ থাকা ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে নিয়ে তিনি বলেন, এটি আপাতত চালুর কোন সম্ভাবনা নেই। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পাথর পরিবহনে ভাড়া নিতে চাইলে দরপত্রের মাধ্যমে এ বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে।
আজ (৩জানুয়ারি) বিকেলে ছাতক বাজার রেল স্টেশন ও কংক্রিট স্লিপার প্লান্ট পরিদর্শন এবং এটি চালুর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এ সময় তার সঙ্গে রেলওয়ের জেনারেল ম্যানেজার মো. সুবক্তগীন পূর্বাঞ্চল (চট্রগ্রাম), রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা), মো: আবু জাফর মিয়া, নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ আজমাঈন মাহতাবসহ রেলওয়ের সিলেট অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।