× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঠান্ডায় জড়োসড়ো সন্তোষপুর বনের বানর

এম এ কালাম,ময়মনসিংহ ব্যুরো

০৩ জানুয়ারি ২০২৫, ১৭:০৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর সংরক্ষিত বনে ৪ শতাধিক বানর রয়েছে। কদিনের তীব্র ঠান্ডায় জড়োসড়ো বনের বানরগুলো। পর্যটক না আসায় তীব্র খাদ্য সংকট চলছে। বনবিভাগ বলছে, সরকারীভাবে দেয়া চাল খাবার হিসাবে দেয়া হচ্ছে। 

বনবিভাগের শীতের কাপড় গায়ে জড়িয়ে কিছু পর্যটক বানর দেখতে এসেছেন। পর্যটকরা জানান, আজ শুক্রবার থাকায় পরিবার নিয়ে তারা বেড়াতে এসেছেন। শীতের কারনে বানরগুলো জড়োসরো হয়ে বসে আছে। পর্যটকদের তাদের কোন ভাব। আমরা এসে শুনতে পেয়েছি, বনবিভাগ বানরকে খাবারের জন্য চাল সরবরাহ করে থাকে। চাল বানরের খাবার না হলেও ক্ষুধা নিবারনের জন্য বানর চাল খেয়ে থাকে। চাল বানরের শরীরের পুষ্টির চাহিদা মেটাতে পারে না। যে কারনে বানরগুলো অপুষ্টিতে ভুগছে। 
চালের পাশাপাশি ফলমূল দেয়া হলে বানরগুলো পুষ্টির চাহিদা মিটে যেত। 

বনে বসা ভ্রাম্যমান দোকানী মোখলেছুর রহমান মুক্কি জানান, কদিনের ঠান্ডার কারনে বানর দেখতে আসা পর্যটকের সংখ্যা কমে গেছে। যে কারনে বানরগুলো মানুষ দেখলে দৌড়াদৌড়ি করছে খাবারের জন্য। আমরা বুট বাদাম দিয়ে থাকি। অতিরিক্ত খাবার ফলমূল দেয়া হলে বানরগুলো পুষ্টির চাহিদা মিটতো। 
এ ব্যাপারের সন্তোষপুর বনবিট কর্মকর্তা মোঃ এমদাদুল হক উর্ধ্বতন কর্তপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে রাজি হননি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.