× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রশংসিত ইউএনও

পাগলীর গর্ভে জন্ম নেওয়া সন্তান ইউএনও'র কোলে

সৈয়দ হেলাল আহমদ বাদশা,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।

০৩ জানুয়ারি ২০২৫, ১৬:১৮ পিএম । আপডেটঃ ০৩ জানুয়ারি ২০২৫, ১৬:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটের চটিতে মানসিক ভারসাম্যহীন এক নারী (প্রসূতি মা) কন্যাসন্তান প্রসব করে মা হয়েছেন। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা চিকনাগুলে একটি বাড়িতে ওই নারী একটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন।মানসিক ভারসাম্যহীন নারী উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন।

স্থানীয়ভাবে তাকে সবাই পাগলি হিসেবেই চিনেন।স্থানীয় এলাকাবাসীরা জানান, বুধবার দুপুরে সন্তানসম্ভবা মানসিক ভারসাম্যহীন নারীকে রাস্তার পাশে উনারা ছটফট করতে দেখেন, তখন বিষয়টি এলাকার চেয়ারম্যান ও ওয়ার্ডের মেম্বারকে অবগত করলে তিনারা রাস্তা থেকে তুলে নিয়ে একটি বাড়িতে বাচ্চা প্রসবের ব্যবস্থা করেন।দীর্ঘ কয়েক ঘণ্টা সময় কেটে যাওয়ার পর বুধবার সন্ধ্যা ৭টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই নারী (প্রসূতি মা) একটি কন্যাসন্তানের জন্ম দেন।

এদিকে, মানসিক ভারসাম্যহীন নারী মা হওয়ার খবর পেয়ে প্রসূতি মাতা ও নবজাতককে দেখতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। তিনি পরম মমতায় নবজাতক শিশুটিকে কোলে তুলে নেন। সদ্য ভূমিষ্ট শিশুকে কোলে নেওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সর্বস্তরের মানুষের কাছে ল প্রশংসিত হচ্ছেন নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। তিনি মা ও শিশুর চিকিৎসা নিশ্চিতের আশ্বাসও দেন। বর্তমানে মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া জানান, বিষয়টি নজরে আসার পর ওই নারীর (প্রসূতি মা) নিরাপদ সন্তান প্রসব ও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিশুটির ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সিলেট বাগবাড়ী বেবিহোমে শিশুটিকে হস্তান্তর করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.