× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ।

০৩ জানুয়ারি ২০২৫, ১৬:০৬ পিএম । আপডেটঃ ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

(০২ জানুয়ারি) রাতে মৌলভীবাজার পৌরসভা হল রুমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কমলগঞ্জসহ জেলার ৭ টি উপজেলার আংশিক কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক এডভোকেট ফয়জুল করিম ময়ুন। 

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ( সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত) ডা.এ জেড এম জাহিদ হোসেন ,সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক মিফতা সিদ্দিকী, সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এম নাসের রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ।

কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু ও যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন।
এছাড়া কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো.শোয়েব আহমদ,সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সরওয়ার শোকরানা নান্না ও যুগ্ম-আহ্বায়ক বাবু প্রত্যুষ ধর এর নাম ঘোষনা করা হয়।  
ডা. এ জেড এম জাহিদ আগামী দুই এক দিনের ভেতর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানান। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.