× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাটের আ'লীগ নেতা নাদিম গ্রেপ্তার

মো. আমানুল্লাহ আমান ,ক্ষেতলাল, (জয়পুরহাট) প্রতিনিধি

০৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮ পিএম । আপডেটঃ ০৩ জানুয়ারি ২০২৫, ১৬:০০ পিএম

ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমকে ঢাকায় গ্রেপ্তার করেছেন র‍্যাব ১।

(০২ জানুয়ারি) রাতে র‍্যাবের একটি দল  ঢাকার উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

 

আনোরুজ্জামান তালুকদার নাদিমকে নিতে জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাতেই ঢাকায় গেছে। আজ শুক্রবার সাড়ে ১২ টায় র‍্যাব ১ তাঁকে জয়পুরহাট ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এখন তাকে জয়পুরহাটে আনা হচ্ছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।

আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম উপজেলার বানাইচ গ্রামের মৃত মুক্তিযোদ্ধা নুরুজ্জামান তোতার ছেলে।তিনি আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে হত্যাসহ ১৪ টি মামলা হয়েছে। আনোয়ারুজ্জামান তালুকদারের অন্তত ছয়টি মামলা থাকার কথা জানিয়েছে ডিবি পুলিশ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আনোয়ারুজ্জামান তালুকদার আত্মগোপনে ছিলেন।
জেলা গোয়েন্দা শাখার উপপরির্দশক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমের বিরুদ্ধে আমার জানা মতে ছয়টি মামলা রয়েছে। আরও বেশিও থাকতে পারে। র‍্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে তাঁকে উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে র‍্যাব তাঁকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। আমরা তাকে নিয়ে জয়পুরহাটে ফিরছি।


জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুল ওয়াহাব বলেন, ঢাকায় আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম গ্রেপ্তার হয়েছেন। তাকে জয়পুরহাটে আনা হচ্ছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.