× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুলক রায়,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

০২ জানুয়ারি ২০২৫, ১৯:০৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে উদযাপন করা হয়েছে। উপজেলা ও পৌর ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এ আয়োজন করা হয়। 

নকলা-নালিতাবাড়ী (শেরপুর-২) আসনের ধানের শীষ প্রতীক প্রত্যাশী দুলাল চৌধুরীর নেতৃত্বে উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিমের সার্বিক তত্ত্বাবধানে র‍্যালীতে অংশ্রগ্রহণ করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওবায়েদুর রহমান পাপ্পু, মিন্টু, সোহাগ,রাব্বি, সজিবুলসহ ছাত্রদলের একাংশের নেতৃবৃন্দ।

র‍্যালিটি আজ (২ জানুয়ারি) বিকাল ৫ ঘটিকায় পৌর শহরের সরকার বাড়ি মোড় হতে আরম্ভ হয়ে মধ্যবাজার চৌরাস্তা মোড়ে শেষ হয়। 
মিছিল শেষে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান পাপ্পু বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনে আমরা এভাবে এতো আনন্দের সাথে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারিনি। আজকের এ আয়োজন নালিতাবাড়ী-নকলা আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরী,র নেতৃত্বে ও গোলাম কিবরিয়া মাকসিম ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। আমরা তাদের নেতৃত্বে রাজপথে থাকার অঙ্গীকার করছি।”

অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্যে ছাত্রদলের ঐক্য ও সংগঠনের শক্তি পুনরুদ্ধারের জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
নেতারা জানান, এই প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই উদযাপনকে কেন্দ্র করে নালিতাবাড়ীতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা জানান, এই অনুষ্ঠান তাদের সংগঠনের শক্তি পুনর্গঠনে সহায়ক হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.